
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ অফিস সহকারী উমেশ চন্দ্র বালার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মোঃ শহিদুল ইসলাম দুলাল।
বিদ্যালয়ের অধ্যক্ষ মানিক চাঁদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা উমেশ চন্দ্র বালার কর্মজীবনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য ও সুখী অবসরজীবন কামনা করেন।
শেষে প্রধান অতিথি বিদায়ী কর্মচারীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানটি শেষ হয় কৃতজ্ঞতা জ্ঞাপন ও মিলনমেলার মধ্য দিয়ে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 







































