ফরাসি কিংবদন্তি জিদান শুধু মুসলিম ফুটবলারদের মধ্যেই নয়, বরং বিশ্ব ফুটবলের ইতিহাসেও অন্যতম শ্রেষ্ঠ। আলজেরীয় বংশোদ্ভূত এই খেলোয়াড় বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়ানস লিগ ও ব্যালন ডি’অর জয় করেছেন। পরবর্তীতে তিনি একজন সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
পল পগবা
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবা তার ফ্যাশন ও হেয়ারস্টাইলের জন্য যেমন বিখ্যাত, তেমনি একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবেও পরিচিত। তাকে বহুবার মক্কায় হজ পালনের সময় দেখা গেছে।
এন’গোলো কান্তেমালি বংশোদ্ভূত ফরাসি ফুটবলার কান্তে বিশ্বকাপ, চ্যাম্পিয়ানস লিগ ও প্রিমিয়ার লিগ জয় করেছেন। নম্র স্বভাব ও কঠোর পরিশ্রমের জন্য তিনি বিশ্বব্যাপী সম্মানিত। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল-ইতিহাসে খেলছেন।
মেসুত ওজিল
তুর্কি বংশোদ্ভূত জার্মান মিডফিল্ডার ওজিল মাঠে নামার আগে দোয়া পড়তেন। তিনি মুসলমানদের সহায়তায় বহু দাতব্য কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং বিশ্বের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে পরিচিত।
করিম বেনজেমা
রিয়াল মাদ্রিদের হয়ে চারবার চ্যাম্পিয়ানস লিগ জয়ী এই ফরাসি স্ট্রাইকার বর্তমানে আল-ইতিহাসে খেলছেন। ধর্মপরায়ণ বেনজেমা রমজানে রোজা রাখেন এবং ২০২১ সালে ব্যালন ডি’অর জয় করেন।
রিয়াদ মাহরেজ
আলজেরীয় উইঙ্গার মাহরেজ তার ড্রিবলিং দক্ষতা ও গোল করার ক্ষমতার জন্য বিখ্যাত। বর্তমানে তিনি আল-আহলি সৌদিতে খেলছেন। মাহরেজ গোল করার পর অনেক সময় সেজদায় যান।
ইয়ায়া তুরে
কোত দিভোয়ারের এই কিংবদন্তি মিডফিল্ডার বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন। তিনি একজন দৃঢ় বিশ্বাসী মুসলিম এবং ২০১৫ সালে দেশকে আফ্রিকা কাপ অব নেশন্সে শিরোপা এনে দেন।
লিভারপুল তারকা ও মিশরের জাতীয় দলের অধিনায়ক সালাহ তার গোল উদযাপনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রমজান মাসেও তিনি রোজা রেখে খেলেন।
সাদিও মানে
সেনেগালের এই তারকা উইঙ্গার কঠোর পরিশ্রমী এবং ধর্মভীরু। তিনি গোল করার পর সেজদায় যান এবং দানশীলতার জন্যও পরিচিত। বর্তমানে তিনি আল-নাসরে খেলছেন।
ফরাসি ফরোয়ার্ড রিবেরি ইসলাম গ্রহণ করে নিজের নাম রেখেছেন বিলাল ইউসুফ মুহাম্মদ। তিনি বায়ার্ন মিউনিখে খেলার সময় অন্যতম সফল খেলোয়াড় ছিলেন।
আলি দাই
ইরানের সাবেক তারকা আলি দাই একসময় আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতা ছিলেন (১০৯ গোল), যা পরে রোনালদো ভাঙেন। তিনি ধর্মীয় নীতিতে অটল ছিলেন এবং বিয়ার কোম্পানির বিজ্ঞাপন করতে অস্বীকৃতি জানান।
মোহাম্মদ আবু ত্রিকা
মিশরের সাবেক মিডফিল্ডার আবু ত্রিকা ইসলামি মূল্যবোধের প্রতি অনুগত এবং দাতব্য কাজে সক্রিয় ছিলেন। তিনি আফ্রিকার অন্যতম সফল ফুটবলার।
এরিক আবিদাল
ফ্রান্সের সাবেক ডিফেন্ডার আবিদাল খ্রিষ্টান পরিবারে জন্ম নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। তিনি বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়ানস লিগ জয় করেন।
ইলকাই গুনদোগান
তুর্কি বংশোদ্ভূত জার্মান মিডফিল্ডার গুনদোগান ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার হয়ে দারুণ সাফল্য অর্জন করেছেন। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার।
সামি খেদিরা
তিউনিসীয় বংশোদ্ভূত জার্মান ফুটবলার খেদিরা ২০১৪ সালে বিশ্বকাপ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ানস লিগ জয় করেন।