
মোহাম্মদ আলী জিন্নাহ, ঝিকরগাছা প্রতিনিধি
ঝিকরগাছা উপজেলা প্রশাসন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রশাসক মোছাঃ রনী খাতুন।বি
দ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী জালাল আহমেদ প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মফিজুর রহমান, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জিয়ারুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআন শরীফ এবং ভগবত গীতা বিতরণ করা হয়।পরে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম-এর নেতৃত্বে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনকে তার অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মোহাম্মদ আলী জিন্নাহ, ঝিকরগাছা প্রতিনিধি 




























