মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইবির নড়াইল জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ

  • ইবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৫

ইবি প্রতিনিধি:

নড়াইল জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী মীর মুগ্ধ সরোবর প্রাঙ্গণে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নবীনরা অনুভূতি প্রকাশ ও র‍্যাফেল ড্রয়ের আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, ফার্মেসী বিভাগের রেহনুমা তানজিমসহ নড়াইল জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতি সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমান বলেন, তোমরা স্কুল-কলেজে একটা গাইডলাইনের ভিতর দিয়ে পার করো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে কোনো গাইড থাকে না। এতে অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। এক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পড়াশোনা ও গবেষণার কাজ করা জরুরি।  তোমরা এখানে এসেছো মনে রাখবে, এটা হলো তৈরি করার জায়গা। নিজেকে কিভাবে তৈরি করবে, এটা তোমাকেই ভাবতে হবে। সবসময়  নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আবু সিনা বলেন, ‘বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদনের একটি কারখানা। যে যেই বিভাগেই পড়াশোনা করি না কেন, সবকেন্দ্রিক জ্ঞান অর্জন করা দরকার। জীবনকে সার্থক করতে একাডেমিক রেজাল্ট, ইংরেজি ও আইটি সেক্টরে দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। ধর্মীয় দিককে অগ্রাধিকার দিতে হবে। সর্বোপরি মানুষের মতো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করে যাবে এ আহ্বান করি।

উল্লেখ্য, নড়াইল জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জরুরি সময়ে সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে উক্ত সংগঠন।

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

ইবির নড়াইল জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ

প্রকাশের সময় : ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ইবি প্রতিনিধি:

নড়াইল জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী মীর মুগ্ধ সরোবর প্রাঙ্গণে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নবীনরা অনুভূতি প্রকাশ ও র‍্যাফেল ড্রয়ের আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, ফার্মেসী বিভাগের রেহনুমা তানজিমসহ নড়াইল জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতি সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমান বলেন, তোমরা স্কুল-কলেজে একটা গাইডলাইনের ভিতর দিয়ে পার করো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে কোনো গাইড থাকে না। এতে অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। এক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পড়াশোনা ও গবেষণার কাজ করা জরুরি।  তোমরা এখানে এসেছো মনে রাখবে, এটা হলো তৈরি করার জায়গা। নিজেকে কিভাবে তৈরি করবে, এটা তোমাকেই ভাবতে হবে। সবসময়  নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আবু সিনা বলেন, ‘বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদনের একটি কারখানা। যে যেই বিভাগেই পড়াশোনা করি না কেন, সবকেন্দ্রিক জ্ঞান অর্জন করা দরকার। জীবনকে সার্থক করতে একাডেমিক রেজাল্ট, ইংরেজি ও আইটি সেক্টরে দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। ধর্মীয় দিককে অগ্রাধিকার দিতে হবে। সর্বোপরি মানুষের মতো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করে যাবে এ আহ্বান করি।

উল্লেখ্য, নড়াইল জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জরুরি সময়ে সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে উক্ত সংগঠন।