
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজীপুরে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জামায়াত ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীর বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রশিদ কাজীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে ‘সাথী ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুর রশিদের সঙ্গে স্থানীয় জামায়াত ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর পূর্ব শত্রুতা ছিল। ওই বিরোধের জের ধরে তারা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
গত ২৮ অক্টোবর সকালে অভিযুক্তরা বাঁশের লাঠি, লোহার রড ও কাঠের বাটাম নিয়ে দোকানে গিয়ে ১০ লাখ টাকা দাবি করে। দাবিকৃত অর্থ না দিলে তারা দোকানের ক্যাশবাক্স থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায় এবং দোকানে থাকা সিমেন্ট, টিউবওয়েল, পাইপ-ফিটিংসসহ বিভিন্ন দামী মালামাল ট্রাকে তুলে নেয়। পরে তারা দোকানে তালা মেরে চলে যায়।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—সোনামুখী ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, আওয়ামী লীগকর্মী দুলাল হোসেন, শরিফুল ইসলাম, ফজলুর রহমান, বদিউর ওরফে বুদা এবং মো. শুভ।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, বিষয়টি আর্থিক লেনদেন সংক্রান্ত এবং দেওয়ানি আদালতের আওতাভুক্ত। তবে অভিযোগের বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































