সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জ-কড্ডার মোড় আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বাসচাপায় রাজু মন্ডল (৪২) নামে এক পথচারির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার দক্ষিণ হাট বামনী গ্রামের বাসিন্দা এবং মৃত নুর হোসেন মন্ডলের ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজু মন্ডল বনবাড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। ঘাতক বাস সনাক্তের প্রচেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি রয়েছে।
জনপ্রিয়

যশোরে ছুরিকাঘাতে দুই যুবক জখম

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারির মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জ-কড্ডার মোড় আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বাসচাপায় রাজু মন্ডল (৪২) নামে এক পথচারির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার দক্ষিণ হাট বামনী গ্রামের বাসিন্দা এবং মৃত নুর হোসেন মন্ডলের ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজু মন্ডল বনবাড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। ঘাতক বাস সনাক্তের প্রচেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি রয়েছে।