
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
গত শুক্রবার বগুড়া-৭ আসনের ধানের শীষের প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে গাবতলীর নেপালতলী ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গদলের উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ নেপালতলী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সায়দুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, হারুনুর রশিদ হারুন, সহ সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, আব্দুল গফুর টুকু, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম ঠান্ডু, পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ডিটল, সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা প্রমুখ। বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি: 







































