
যশোর অফিস
যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় ফতেপুর ইউনিয়ন ২-০ গোলে উপশহর ইউনিয়নের বিপক্ষে জয় অর্জন করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
খেলায় ফতেপুরের আকবর দুইটি গোল করেন—৫৩ মিনিটে এরিয়াল শর্ট রাব্বি হেড এবং ৬৭ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন। এই জয়ের নায়ক রাব্বি ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন।
উদ্বোধক তার বক্তৃতায় খেলাধুলার মাধ্যমে সমাজে সমতা, বন্ধুত্ব ও মানসিক সুস্থতা ফিরিয়ে আনার গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে যশোরের মাঠ থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড়রা তৈরি হবে। এছাড়া, খেলাধুলার মাধ্যমে সমাজ উন্নয়ন এবং দেশের মেরামতের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম মিন্টু, ফুটবলার আজিজুল হক জিল্লু, শফিউল ইসলাম ও তপন মিত্রকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যশোর অফিস 



















