
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়নের তালগাছি এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর ঋণগ্রস্থ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তালগাছি বালুপয়েন্টের পাশ থেকে এমদাদুল (৪২) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত এমদাদুল চৌহালী উপজেলার উমারপুর এলাকার বাসিন্দা এবং পরিবারসহ গাড়াদহ গ্রামে বসবাস করতেন। পরিবারিক সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন জায়গা থেকে নেওয়া ঋণের চাপ সামাল দিতে না পেরে মানসিকভাবে অস্থির ছিলেন। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি পরিবারের সদস্যদের জানান যে তিনি বিষপান করেছেন। এরপর রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
শনিবার সকালে তালগাছি বালুমহালের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারিরা পুলিশকে খবর দেয়। স্থানীয়দের বর্ণনায় জানা যায়, মরদেহের শরীরের কয়েকটি স্থানে লাল অক্ষরে লেখা দেখা যায়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 






































