
ফেনীতে বিএনপির মনোনয়ন–ইস্যুতে এবার ধানক্ষেতে ‘রিভিউ’ ভঙ্গিতে ছবি তুলেছেন এক নবদম্পতি। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌরসভার বিরিঞ্চি আলম গাজী রোডের শাকিব ভিলার বাসিন্দা আদনান সোহাগ এবং দাগনভূঞা পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তার বিবাহের আনুষ্ঠানিকতার পর এই ছবি তোলেন। পরে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ির পাশের ধানক্ষেতে দাঁড়িয়ে বর-কনে ‘রিভিউ’ ভঙ্গিতে ছবি তোলেন। তাদের এমন ছবি প্রকাশের পর আবারও আলোচনায় আসে ফেনী–২ আসনে বিএনপির মনোনয়ন রিভিউ দাবি।
এর আগে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের ধানক্ষেতে দাঁড়িয়ে তোলা রিভিউ ভঙ্গির ছবি দেশজুড়ে আলোচিত হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে বর আদনান সোহাগ বলেন, আমি একজন সচেতন নাগরিক। প্রত্যেকেরই নিজস্ব পছন্দের প্রার্থী থাকে। আমার পছন্দের মানুষটি ফেনী সদর আসনে মনোনয়ন না পাওয়ায় কষ্ট পেয়েছি। তাই শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতেই বিয়ের ফাঁকে এই ছবি তুলেছি। আমিও ফেনী–২ আসনে রিভিউ চাই।
ফেনী–২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তবে মনোনয়ন রিভিউয়ের দাবিতে বাকি প্রার্থীরা বিভিন্নভাবে সরব রয়েছেন।
ফেনী প্রতিনিধি 





































