শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুরে পুলিশ বক্সের সামনে সড়কে গাছ ফেলে ডাকাতি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে সড়কে গাছ ফেলে পথরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাটাখালি পুলিশ বক্সের ঠিক সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মেহেদী হাসান জানিয়েছেন, রাতে কোটচাঁদপুরে আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার দুই সঙ্গী মোস্তাক ও আরিফুল। সুন্দরপুর ও খালিশপুর গ্রামের উদ্দেশে ফেরার পথে কাটাখালি পুলিশ বক্সের কাছে পৌঁছালে তারা দেখতে পান সড়কের মাঝখানে গাছ ফেলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে।

এ সময় ৩–৪ জনের ডাকাতদল ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে। পরে তাদের কাছে থাকা ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই স্থানে আগে থেকে দাঁড় করিয়ে রাখা দুটি ট্রাক থেকেও টাকা-পয়সা লুট করে ডাকাতরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মহেশপুরে পুলিশ বক্সের সামনে সড়কে গাছ ফেলে ডাকাতি

প্রকাশের সময় : ০২:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ঝিনাইদহের মহেশপুরে সড়কে গাছ ফেলে পথরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাটাখালি পুলিশ বক্সের ঠিক সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মেহেদী হাসান জানিয়েছেন, রাতে কোটচাঁদপুরে আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার দুই সঙ্গী মোস্তাক ও আরিফুল। সুন্দরপুর ও খালিশপুর গ্রামের উদ্দেশে ফেরার পথে কাটাখালি পুলিশ বক্সের কাছে পৌঁছালে তারা দেখতে পান সড়কের মাঝখানে গাছ ফেলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে।

এ সময় ৩–৪ জনের ডাকাতদল ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে। পরে তাদের কাছে থাকা ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই স্থানে আগে থেকে দাঁড় করিয়ে রাখা দুটি ট্রাক থেকেও টাকা-পয়সা লুট করে ডাকাতরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।