
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন বর্জন করার জন্য নাগরিকদের সচেতনতা প্রয়োজন। সাধারণ মানুষ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকলে শরীর স্বাস্থ্য সুখী থেকে আমরা বাঁচতে পারব।
পাটের ব্যাগ অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার সময় ব্যবহার করার জন্য চেষ্টা করব। পরিবেশ এবং স্বাস্থ্য রক্ষায় আমাদের সবাইকে পলিথিন ব্যবহার নিরুৎ সাহিত্য করার জন্য সমাজে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রীয়ভাবে আমরা পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করছি। পাটের ব্যাগ বা কাপড়ের তৈরি ব্যাগ ব্যবহার করার জন্য জনগণকে উৎসাহিত করছি।
সমাজের সকল শ্রেণীর মানুষ এগিয়ে আসলেই আমরা পরিবেশকে সুন্দর করে গড়ে তুলতে পারবো।
তিনি আজ সকালে কেরানীগঞ্জ মডেল থানার হাতি গ্রামে দাঁড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।
ঢাকা জেলার কেরানীগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঢাকা মহানগরী ও ঢাকা জেলার বিভিন্ন উপজেলার ৪৪ টি খাসপুকুর ও জলাশয় সংস্কার উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন এবং পরিবেশ সংরক্ষণ প্রকল্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগীয় কমিশনার সড়ফ উদ্দিন আহমেদ চৌধুরী । অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিস রিনাত ফৌজিয়া।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।। 







































