
পাভেল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৬ বছর পূর্তি ও ২৭ বছরে পদার্পণ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। পত্রিকাটির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব লিটু এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, শিক্ষক, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম সরকার, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
জনকণ্ঠের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজের সঞ্চালনায় এবং ভোরের চেতনার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব লিটুর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সম্মানিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে থানারোডে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনন্দময় সমাপ্তি ঘটে।
পাভেল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 







































