
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবগঠিত “ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন”-এর সর্বপ্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ আল মামুন-কে সভাপতি ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনাইদুল মোস্তফা-কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
গত মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি-এর নিজস্ব অফিস কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে এ কমিটি স্বাক্ষরিত হয়।
মোট ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনটির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর উদ্দিন ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ শিক্ষার্থী মোঃ রায়হান ইসলাম।
সভাপতি সাইফুল্লাহ আল মামুন বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে একতা, পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি শিক্ষার্থী যেন নিজেদের পরিবারের মতো একে অপরের পাশে থাকতে পারে।”
সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা বলেন, “আমরা এই সংগঠনের মাধ্যমে জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। একাডেমিক সহায়তা, সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগ, এবং নতুন শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা সর্বদা সক্রিয় থাকব।”
নবগঠিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, এই সংগঠনের কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইবি প্রতিনিধি 























