সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিএনপি নেতা মুহিতের বাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ড. এম এ মুহিতের বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান হিরককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ১৬ নভেম্বর সন্ধ্যায় শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ঘটনাটির পর থেকে মামলাটি তদন্তাধীন ছিল এবং পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম আলী জানান, ২০১৮ সালের নির্বাচনী সময়ে ড. এম এ মুহিতের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতকে থানায় এনে প্রাথমিক যাচাই-বাছাই শেষে মামলার সংশ্লিষ্ট ধারায় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকায় একধরনের সতর্কতা পরিবেশ বিরাজ করছে। পুলিশ বলছে, এ মামলার অন্যান্য দিকও তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়

‘মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান’

সিরাজগঞ্জে বিএনপি নেতা মুহিতের বাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ড. এম এ মুহিতের বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান হিরককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ১৬ নভেম্বর সন্ধ্যায় শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ঘটনাটির পর থেকে মামলাটি তদন্তাধীন ছিল এবং পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম আলী জানান, ২০১৮ সালের নির্বাচনী সময়ে ড. এম এ মুহিতের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতকে থানায় এনে প্রাথমিক যাচাই-বাছাই শেষে মামলার সংশ্লিষ্ট ধারায় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকায় একধরনের সতর্কতা পরিবেশ বিরাজ করছে। পুলিশ বলছে, এ মামলার অন্যান্য দিকও তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।