
মেহেদী হাসান (রাজবাড়ী) প্রতিবেদক
রাজবাড়ী-১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংযুক্ত বয়কট লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করেন সহস্রাধিক নেকাকর্মী। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোননয়ন বাতিল করে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পরে এক ঘন্টা পর বিকেল সাড়ে ৫ টার দিকে অবরোধ তুলে নেন তারা। সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যাহবাহনের চালকরা। উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২৩৭ টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে আমরা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসা হয়েছে। যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
মেহেদী হাসান (রাজবাড়ী) প্রতিবেদক 







































