সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

মেহেদী হাসান  (রাজবাড়ী) প্রতিবেদক
রাজবাড়ী-১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংযুক্ত বয়কট লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করেন সহস্রাধিক নেকাকর্মী। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোননয়ন বাতিল করে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পরে এক ঘন্টা পর বিকেল সাড়ে ৫ টার দিকে অবরোধ তুলে নেন তারা। সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যাহবাহনের চালকরা। উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২৩৭ টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন,  বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত  সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।  পরে আমরা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসা হয়েছে।  যানবাহন চলাচল এখন স্বাভাবিক  রয়েছে।
জনপ্রিয়

ফিলিস্তিনের পশ্চিম তীরে ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিলো ইসরায়েল

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
মেহেদী হাসান  (রাজবাড়ী) প্রতিবেদক
রাজবাড়ী-১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংযুক্ত বয়কট লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করেন সহস্রাধিক নেকাকর্মী। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোননয়ন বাতিল করে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পরে এক ঘন্টা পর বিকেল সাড়ে ৫ টার দিকে অবরোধ তুলে নেন তারা। সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যাহবাহনের চালকরা। উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২৩৭ টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন,  বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত  সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।  পরে আমরা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসা হয়েছে।  যানবাহন চলাচল এখন স্বাভাবিক  রয়েছে।