
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোংলা পৌর সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জুলফিকার আলী বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ন্যায়-অধিকার থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
রবিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় পৌর দিগরাজ বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কালে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী একথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষায়তায় এলে দেশি-বিদেশি বিনিয়োগর মাধ্যমে শিল্প কল-কারখানা আরও বৃদ্ধি করে এলাকার উন্নয়নে এলাকার মানুষের কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ আরও ভূমিকা রাখতে পারবে বলে সেটাকে আমরা আরও যুগোপযোগী করে গড়ে তুলবো। বাগেরহাট-৩ আসনের মানুষ পরিবর্তন চায়, তারা গণতন্ত্র চায়, নিরাপদ জীবন চায়। ধানের শীষ হচ্ছে সেই পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, আপনাদের ভোটে আমরা এই এলাকার উন্নয়ন ফিরিয়ে আনতে পারব।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি জনগণকে আহ্বান জানান।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ 






































