বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা অমানবিকভাবে গুম-খুন-নির্যাতন করেছে: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা অমানবিভাবে গুম, খুন, নির্যাতন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা অমানবিভাবে গুম, খুন, নির্যাতন করলেও তার বিরুদ্ধে ওইসব বুদ্ধিজীবীরা আজও কোনো কথা বলেননি। তারা দেশেই আছেন তবুও অন্যায়ের প্রতিবাদ করেননি।

 তিনি বলেন, শেখ হাসিনা যেসব কথা বলছেন দিল্লিতে বসে, পারলে তার পক্ষে তারা জনমত গঠন করতেন। কিন্তু সেই অবস্থা নেই বলে তা করতে পারছেন না ওইসব বুদ্ধিজীবীরা।

বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র সংস্কারের আগে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। মানসিকতার পরিবর্তন আগে প্রয়োজন। তা না হলে যত আইনই করি না কেন, কোনো কাজে আসবে না।

সংস্কার প্রস্তাবে সুপারিশ দেওয়ার সময় বুদ্ধিবৃত্তিক অনাচার হয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ, গণভোট ইস্যুতে যারা অস্থিরতা তৈরি করছেন-তাদের উদ্দেশ্য ভিন্ন। যথাসময়ে নির্বাচন যেন না হয় বাধাগ্রস্ত হয় বা বিলম্বিত হয় তার পাঁয়তারা করছেন তারা।

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি দল এখন যমুনা ঘেরাও থেকে সরে এসেছে, কয়দিন পর দেখবেন গ্রামেগঞ্জে ভোট চাইতে নেমেছেন দলটির নেতারা।

জনপ্রিয়

কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ 

হাসিনা অমানবিকভাবে গুম-খুন-নির্যাতন করেছে: সালাহউদ্দিন

প্রকাশের সময় : ০৩:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

শেখ হাসিনা অমানবিভাবে গুম, খুন, নির্যাতন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা অমানবিভাবে গুম, খুন, নির্যাতন করলেও তার বিরুদ্ধে ওইসব বুদ্ধিজীবীরা আজও কোনো কথা বলেননি। তারা দেশেই আছেন তবুও অন্যায়ের প্রতিবাদ করেননি।

 তিনি বলেন, শেখ হাসিনা যেসব কথা বলছেন দিল্লিতে বসে, পারলে তার পক্ষে তারা জনমত গঠন করতেন। কিন্তু সেই অবস্থা নেই বলে তা করতে পারছেন না ওইসব বুদ্ধিজীবীরা।

বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র সংস্কারের আগে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। মানসিকতার পরিবর্তন আগে প্রয়োজন। তা না হলে যত আইনই করি না কেন, কোনো কাজে আসবে না।

সংস্কার প্রস্তাবে সুপারিশ দেওয়ার সময় বুদ্ধিবৃত্তিক অনাচার হয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ, গণভোট ইস্যুতে যারা অস্থিরতা তৈরি করছেন-তাদের উদ্দেশ্য ভিন্ন। যথাসময়ে নির্বাচন যেন না হয় বাধাগ্রস্ত হয় বা বিলম্বিত হয় তার পাঁয়তারা করছেন তারা।

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি দল এখন যমুনা ঘেরাও থেকে সরে এসেছে, কয়দিন পর দেখবেন গ্রামেগঞ্জে ভোট চাইতে নেমেছেন দলটির নেতারা।