
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন বাসীর আয়োজনে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ইউনিয়নের তাতি পাড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সেক্রেটারি ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল হাসেম সুজন।
এসময় তিনি বলেন ধানের শীষের প্রতীকে রাজবাড়ী ১ আসনের মনোনীত আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আমরা বিপুল ভোটে বিজয়ী করবো। এই রাজবাড়ী ২টি সংসদীয় আসন ৫টি উপজেলা নিয়ে। ২টি ছিটে ৪২টি ইউনিয়ন রয়েছে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলাতে রামকান্তপুর ইউনিয়নকে ভোটের অনুপাতিক হাড়ে প্রথম স্থানে রাখবো। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের জন্য ভোট চাইব। আমাদের ধানের শীষের কান্ডারি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাহেবের জন্য ভোট চাইব। মতবিনিময় সভায় রামকান্তপুর ইউনিয়ন বিএনপির, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































