মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি নুরুল ইসলামের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৬ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদার চাঁন মিয়া বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ যোহর স্থানীয় ঈদগাহ মাঠে।
১৯৩৫ সালে কৈজুরী গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল ইসলাম চাঁন মিয়া। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন গ্রামের বিদ্যালয়ে এবং পরবর্তীতে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয় ও সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। শিক্ষা জীবনের পর তিনি সরকারি চাকরিতে যোগ দেন এবং প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে সততার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হন তিনি।
পরবর্তী সময়ে তিনি জনকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার লক্ষ্যে চাকরি ছেড়ে পল্লী উন্নয়ন কার্যক্রমে সক্রিয় হন। পল্লী উন্নয়ন সমিতির নেতৃত্বে যুক্ত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭৩ সালে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৪ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকও নির্বাচিত হন।
১৯৮৬ সালে জাতীয় পার্টির মনোনয়নে বিলুপ্ত সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একই বছর দ্বিতীয় দফায়ও নির্বাচন জয় করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। নিজস্ব উপার্জনের বড় অংশ তিনি এলাকার উন্নয়ন কার্যক্রমে ব্যয় করেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় জনগণ এবং রাজনৈতিকসহ বিভিন্ন মহলে গভীর শোকের অনুভুতি বিরাজ করছে।
জনপ্রিয়

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি নুরুল ইসলামের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৬ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদার চাঁন মিয়া বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ যোহর স্থানীয় ঈদগাহ মাঠে।
১৯৩৫ সালে কৈজুরী গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল ইসলাম চাঁন মিয়া। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন গ্রামের বিদ্যালয়ে এবং পরবর্তীতে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয় ও সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। শিক্ষা জীবনের পর তিনি সরকারি চাকরিতে যোগ দেন এবং প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে সততার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হন তিনি।
পরবর্তী সময়ে তিনি জনকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার লক্ষ্যে চাকরি ছেড়ে পল্লী উন্নয়ন কার্যক্রমে সক্রিয় হন। পল্লী উন্নয়ন সমিতির নেতৃত্বে যুক্ত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭৩ সালে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৪ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকও নির্বাচিত হন।
১৯৮৬ সালে জাতীয় পার্টির মনোনয়নে বিলুপ্ত সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একই বছর দ্বিতীয় দফায়ও নির্বাচন জয় করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। নিজস্ব উপার্জনের বড় অংশ তিনি এলাকার উন্নয়ন কার্যক্রমে ব্যয় করেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় জনগণ এবং রাজনৈতিকসহ বিভিন্ন মহলে গভীর শোকের অনুভুতি বিরাজ করছে।