মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে সাংবাদিকদের নতুন সংগঠন প্রেস ফাইভ এর আত্মপ্রকাশ

মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট  জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে  প্রেস ফাইভ নামের সংগঠনের প্রকাশ হয়েছে।
জেলার পাঁচটি উপজেলা এবং এই পাঁচ উপজেলার সাংবাদিকদের কর্মদক্ষতা,কর্মপরিবেশ,ঝুকি মোকাবেলা সহ বেশ কিছু দিক সামনে রেখে এই সংগঠন গঠন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর)রাত ১০টায় সংগঠনের উপদেষ্টা, নিউজ-২৪ ও বাসসের রংপুর সংবাদ দাতা রেজাউল করিম মানিক  প্রেস–৫ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
জেলাল সিনিয়র সাংবাদিক ও গাজীটিভির লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমানকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সদস্য সচিব-নূর আলমগীর অন,যুগ্ম আহ্বায়ক হিসাবে কলকাতা টিভির মোস্তাফিজুর রহমান মোস্তফা ও বাংলাট্রিবিউন ও দৈনিক শেয়ার বিজের ফারুক আলমের নাম ঘোষনা করা হয়।
রাহেবুল ইসলাম টিটুল- (চ্যানেল এস),সাইফুল ইসলাম সবুজ,( দৈনিক ডেসটিনি),রবিউল হাসান(নিউজ-২৪),রকিবুল ইসলাম,মাহিরখান (রংপুর সংবাদ),তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল(স্টাফ রিপোর্টার,লালমনিরহাট বার্তা),আব্দুল মান্নান, (ডেইলি টাইমস)।
লিখিত ঘোষণায় বলা হয়,এই কমিটি প্রেস–৫ এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, নীতিমালা প্রণয়ন সংগঠনের সকল দায়িত্ব পালন করবে।
প্রেস ফাইভ এর প্রধান তিন উপদেষ্টা হলেন সাহিত্যিক ও শিক্ষক ডক্টর হাসানুজ্জামান জুয়েল,বাংলা ভিশনের মেহেদী হাসান জুয়েল,জেলা প্রতিনিধি, বাংলা ভিশন।
উপদেষ্টারা বলেন,সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ে  শক্তিশালী ভূমিকা রাখবে।
জনপ্রিয়

বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে ৮ কুকুর ছানাকে হত্যা, শোকে অসুস্থ মা

লালমনিরহাটে সাংবাদিকদের নতুন সংগঠন প্রেস ফাইভ এর আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ০১:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট  জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে  প্রেস ফাইভ নামের সংগঠনের প্রকাশ হয়েছে।
জেলার পাঁচটি উপজেলা এবং এই পাঁচ উপজেলার সাংবাদিকদের কর্মদক্ষতা,কর্মপরিবেশ,ঝুকি মোকাবেলা সহ বেশ কিছু দিক সামনে রেখে এই সংগঠন গঠন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর)রাত ১০টায় সংগঠনের উপদেষ্টা, নিউজ-২৪ ও বাসসের রংপুর সংবাদ দাতা রেজাউল করিম মানিক  প্রেস–৫ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
জেলাল সিনিয়র সাংবাদিক ও গাজীটিভির লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমানকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সদস্য সচিব-নূর আলমগীর অন,যুগ্ম আহ্বায়ক হিসাবে কলকাতা টিভির মোস্তাফিজুর রহমান মোস্তফা ও বাংলাট্রিবিউন ও দৈনিক শেয়ার বিজের ফারুক আলমের নাম ঘোষনা করা হয়।
রাহেবুল ইসলাম টিটুল- (চ্যানেল এস),সাইফুল ইসলাম সবুজ,( দৈনিক ডেসটিনি),রবিউল হাসান(নিউজ-২৪),রকিবুল ইসলাম,মাহিরখান (রংপুর সংবাদ),তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল(স্টাফ রিপোর্টার,লালমনিরহাট বার্তা),আব্দুল মান্নান, (ডেইলি টাইমস)।
লিখিত ঘোষণায় বলা হয়,এই কমিটি প্রেস–৫ এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, নীতিমালা প্রণয়ন সংগঠনের সকল দায়িত্ব পালন করবে।
প্রেস ফাইভ এর প্রধান তিন উপদেষ্টা হলেন সাহিত্যিক ও শিক্ষক ডক্টর হাসানুজ্জামান জুয়েল,বাংলা ভিশনের মেহেদী হাসান জুয়েল,জেলা প্রতিনিধি, বাংলা ভিশন।
উপদেষ্টারা বলেন,সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ে  শক্তিশালী ভূমিকা রাখবে।