
পাভেল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক মাদকবিরোধী অভিযানে ৪.৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার ২নং শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইকাজী গ্রামস্থ পুলিশ চেকপোস্টের সামনে এই ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সৈয়দ আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলাকালে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি গাঁজা নিয়ে ধরলা ব্রিজ হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। পুলিশ চেকপোস্টে কর্তব্যরত সদস্যরা তাদের সন্দেহজনক গতিবিধি দেখে মোটরসাইকেলটি থামানোর সংকেত দেন। এ সময় চালক ও আরোহী দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করলেও, সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই তাদের আটক করতে সক্ষম হন।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ৪.৫ (সাড়ে চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন নাওডাঙ্গা ইউনিয়নের চর ঝাউকুটি গ্রামের মোঃ খলিল মিয়া (২৭) (পিতা: মোঃ আবুল কালাম) এবং একই ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মোঃ আজিজুল হক (৪৬) (পিতা: মোঃ আবু তালেব)।
এছাড়াও পাচারে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের ১২৫ সিসি Hero Glamour মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ। মামলার বাদী এসআই মোঃ সৈয়দ আলী জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পাভেল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 




































