
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটি বলেছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে রায় নিয়ে কোনো অতিরিক্ত মন্তব্য করতে রাজি হয়নি সে দেশের কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ অবস্থান জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সোমবার ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। গত বছর ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর তার সরকারের কঠোর দমন-পীড়নের অভিযোগে তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছিল।
রায়ের বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’ তিনি আরও বলেন, ‘চীন আন্তরিকভাবে আশা করে বাংলাদেশে সংহতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন অব্যাহত থাকবে।’ তিনি জানান, বাংলাদেশের সব মানুষের প্রতি চীন সুসম্পর্ক ও সৌহার্দ্যের নীতি অনুসরণ করে। রায় ঘোষণার এক দিন পর বেইজিংয়ের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।
আন্তর্জাতিক ডেস্ক 





































