বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত নারী শ্রমিক

যশোর প্রতিনিধি 
যশোরের ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান থেকে পড়ে রওশন আরা (৩৫) নামে এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে নাভারণের বরফ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত রওশন আরা ঝিকরগাছা উপজেলার উত্তর নাভারণ এলাকার বাসিন্দা এবং আকিজ বিড়ি ফ্যাক্টরির কর্মচারী। তার স্বামী মৃত মনিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কর্মস্থলে যাওয়ার জন্য রওশন আরা ব্যাটারি চালিত ভ্যানে নাভারণ থেকে রওনা হন। পথিমধ্যে বরফ ফ্যাক্টরির সামনে পৌঁছালে হঠাৎ মাথা ঘুরে তিনি যশোর–বেনাপোল মহাসড়কে নিচে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
সঙ্গে থাকা যাত্রীরা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলা মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মহাসিন হোসেন বলেন, এমন একটি ঘটনার খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জনপ্রিয়

কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ 

ঝিকরগাছায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত নারী শ্রমিক

প্রকাশের সময় : ১০:৪৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
যশোর প্রতিনিধি 
যশোরের ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান থেকে পড়ে রওশন আরা (৩৫) নামে এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে নাভারণের বরফ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত রওশন আরা ঝিকরগাছা উপজেলার উত্তর নাভারণ এলাকার বাসিন্দা এবং আকিজ বিড়ি ফ্যাক্টরির কর্মচারী। তার স্বামী মৃত মনিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কর্মস্থলে যাওয়ার জন্য রওশন আরা ব্যাটারি চালিত ভ্যানে নাভারণ থেকে রওনা হন। পথিমধ্যে বরফ ফ্যাক্টরির সামনে পৌঁছালে হঠাৎ মাথা ঘুরে তিনি যশোর–বেনাপোল মহাসড়কে নিচে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
সঙ্গে থাকা যাত্রীরা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলা মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মহাসিন হোসেন বলেন, এমন একটি ঘটনার খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।