মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের জীবনকে নবীর রঙ্গে রঙ্গীন করতে হবে: ছারছীনা পীর

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন-আমাদের জীবনকে নবীর রঙ্গে রঙ্গীন করতে হবে। নবী করীম (সাঃ) এর সুন্নতে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। এই পৃথিবীতে আমাদেরকে মহান আল্লাহ তায়ালা প্রেরণ করেছেন একমাত্র তাঁর ইবাদাত করার জন্য, দুনিয়াবী অন্য কোন উদ্দেশ্যে নয়। অথচ ক্ষণিকের এই দুনিয়ায় আমরা বিভিন্ন ধরণের মোহ তথা ক্ষমতার লোভে পড়ে যাই। যার জন্য আমাদের জীবনে ধ্বংস বয়ে আনে। আমাদের স্লোগান হবে দুইটা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই।

মঙ্গলবার (১৮ নভেম্বর) চাঁদপুর জেলার জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন দক্ষিণে দীনিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ ময়দানে ছারছীনা দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হোসাইন (মা. জি. আ.) এর শুভাগমন উপলক্ষে হিযবুল্লাহ সম্মেলন ঈছালে ছাওয়াব মাহফিলে আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মুসল্লি ও মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা পীর ভাই ও মুহিব্বীনদেরকে উদ্দেশ্য করে বলেন- ছারছীনা দরবার আপোষহীন দরবার। বর্তমানে একদল লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। ইসলাম নাম দিয়ে একদল লোক ইসলামকে ধ্বংসের পাঁয়তারা করছে, তাদের কাছ থেকে আমাদের ঈমান ও আমল হেফাজত করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। ইসলাম নাম ব্যবহার করে রাজনৈতিক দল পরিচয়কারী দল থেকে থেকে আমাদের সর্তক থাকতে হবে। মনে রাখতে হবে আমরা আল্লাহর নিকট দায়বদ্ব। কোন ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, জীবনকে উৎসর্গ করতে হবে একমাত্র আল্লাহর জন্য।

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছাদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্বের ভাষনে আমাদের প্রত্যেক মুমিনদের জন্য সর্বশেষ নসিহাত হিসেবে ঘোষনা করেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষন তোমরা এই দুটিকে আকড়ে ধরে রাখবে ততক্ষন তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। আর তা হলো মহান আল্লাহ তায়ালার কিতাব অর্থাৎ কুরআন ও আমার সুন্নাহ। রাসুল (সাঃ) এর সুন্নাহ বলতে প্রিয় নবী (সাঃ) এর আদর্শ তথা তাঁর সুমহান জীবন ব্যবস্থাকে বুঝানো হয়। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও আর্থিক জীবনে বিভিন্ন ধরণের সুন্নাহ রয়েছে যা সর্বদা পালন করা হয়। আমাদের প্রত্যেকের উচিত জীবন গেলেও একটি সুন্নতকেও ছাড়বো না। সর্বদাই সুন্নতকে আঁকড়ে ধরবো। সুন্নাহ বহির্ভুত ইবাদাত হলো ফলহীন গাছের মতো। যেমনিভাবে ফলহীন গাছ সৌন্দর্যহীন তেমনি সুন্নাহ বহির্ভূত জীবন ব্যবস্থা সৌন্দর্যহীন।

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, মুমিন জীবনে আকিদা ও এতেকাদের গুরুত্ব সর্বাধিক। আকিদা হলো ঈমান। যে সকল বিশ্বাস অন্তরে ধারণ ও লালন করি তাই আকিদা। আমাদের আকিদা কি হবে তা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইমামগণ বহু পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। যেমন- আল্লাহর একত্ববাদ, তার জাত ও সিফাতের চিরন্তনতা, রেছালাত ও তার যথাযথ মর্যাদা, আউলিয়ায়ে কেরামগণের কারামত ও এস্তেমদাদে রুহানি ইত্যাদি। আর এতেকাদ হল নিজ ছেলছেলা, মাযহাব, তরিকা ও পীর হক হওয়ার ওপর পরিপূর্ণ আস্থাবান হওয়া। আকিদা ও এতেকাদের সমন্বয় হলেই আমল ও তরিকা কাছে আসবে। তাই আমলের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হলে অবশ্যই আকিদা ও এতেকাদ সঠিক করতে হবে। তিনি সকলকে তরিকতপন্থী হয়ে জীবন যাপনের আহবান জানান।

মাহফিলের প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরিব জিকির-আজকার এবং তাসাউফের ওপর গুরুত্বপূর্ণ বয়ান ও আজ বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)। মাহফিলে ইসলামের মৌলিক বিষয়াবলির ওপর দলিলভিত্তিক আলোচনা পেশ করেন পীর সাহেব কেবলা।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগাণদের রূহের মাগফিরাত কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করেন।  শেষে মুসল্লিদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

উল্লেখ্য ছারছীনা দরবার শরীফ উপমহাদেশের শতাব্দীর ঐতিহ্যধন্য শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার শরীফ। এই দরবারের প্রতিষ্ঠাতা যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা শাহ শূফী নেছারুদ্দীন আহমদ (রঃ) তদীয় পীর মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক (রঃ) এর নিকট থেকে সর্বোচ্চ আধ্যাত্মিক ইলম অর্জন করে তারই নির্দেশে ছারছীনা কেন্দ্রিক গোটা বাংলাদেশে দ্বীন কায়েমের খেদমত শুরু করেন। তিনি ও তৎপরবর্তী দুই মহান ওলীর প্রচেষ্টায় এ দেশে লক্ষ ওলী পয়দা হয়েছে, সৃষ্টিহয়েছে লক্ষ হক্কানী আলেম, প্রতিষ্ঠিত হয়েছে হাজার হাজার মসজিদ ও মাদ্রাসা। ব্যক্তি,পরিবার, সমাজ ও জাতীয় পর্যায়ে ইসলামী বিধান প্রতিষ্ঠায় ছারছীনা দরবারের অবদান অনন্য।

উক্ত হিযবুল্লাহ সম্মেলন ঈছালে ছাওয়াব মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মুসুল্লি ও পীর ভাই ও মুহিব্বীনদের কাছে দোয়া চেয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ নির্বাচনী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ।

ঈছালে ছাওয়াব মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাশরিফ আনেন, জামিয়া নেছারিয়া ছারছীনা দরবার শরীফের মোহাদ্দেস মাওলানা মোঃ মুহিব বুল্লাহ আল মুহিব, জামিয়া নেছারিয়া দীনিয়া মাদ্রাসা ছারছীনা দরবার শরীফ এর ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ মামুনুল হক, মোদারিস মাওলানা মোঃ মনির হোসাইন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা মোঃ মিজানুর রহমান।

উক্ত ঈছালে ছাওয়াব মাহফিলের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন এন্তেজামিয়া কমিটির বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, আঃ মান্নান সরকার, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান দর্জি,দীনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মিজানুর রহমান প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলেল সভাপতি মোঃ উজ্জল ফরাজী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনুসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় বেনাপোলে বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

আমাদের জীবনকে নবীর রঙ্গে রঙ্গীন করতে হবে: ছারছীনা পীর

প্রকাশের সময় : ০২:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন-আমাদের জীবনকে নবীর রঙ্গে রঙ্গীন করতে হবে। নবী করীম (সাঃ) এর সুন্নতে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। এই পৃথিবীতে আমাদেরকে মহান আল্লাহ তায়ালা প্রেরণ করেছেন একমাত্র তাঁর ইবাদাত করার জন্য, দুনিয়াবী অন্য কোন উদ্দেশ্যে নয়। অথচ ক্ষণিকের এই দুনিয়ায় আমরা বিভিন্ন ধরণের মোহ তথা ক্ষমতার লোভে পড়ে যাই। যার জন্য আমাদের জীবনে ধ্বংস বয়ে আনে। আমাদের স্লোগান হবে দুইটা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই।

মঙ্গলবার (১৮ নভেম্বর) চাঁদপুর জেলার জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন দক্ষিণে দীনিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ ময়দানে ছারছীনা দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হোসাইন (মা. জি. আ.) এর শুভাগমন উপলক্ষে হিযবুল্লাহ সম্মেলন ঈছালে ছাওয়াব মাহফিলে আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মুসল্লি ও মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা পীর ভাই ও মুহিব্বীনদেরকে উদ্দেশ্য করে বলেন- ছারছীনা দরবার আপোষহীন দরবার। বর্তমানে একদল লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। ইসলাম নাম দিয়ে একদল লোক ইসলামকে ধ্বংসের পাঁয়তারা করছে, তাদের কাছ থেকে আমাদের ঈমান ও আমল হেফাজত করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। ইসলাম নাম ব্যবহার করে রাজনৈতিক দল পরিচয়কারী দল থেকে থেকে আমাদের সর্তক থাকতে হবে। মনে রাখতে হবে আমরা আল্লাহর নিকট দায়বদ্ব। কোন ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, জীবনকে উৎসর্গ করতে হবে একমাত্র আল্লাহর জন্য।

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছাদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্বের ভাষনে আমাদের প্রত্যেক মুমিনদের জন্য সর্বশেষ নসিহাত হিসেবে ঘোষনা করেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষন তোমরা এই দুটিকে আকড়ে ধরে রাখবে ততক্ষন তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। আর তা হলো মহান আল্লাহ তায়ালার কিতাব অর্থাৎ কুরআন ও আমার সুন্নাহ। রাসুল (সাঃ) এর সুন্নাহ বলতে প্রিয় নবী (সাঃ) এর আদর্শ তথা তাঁর সুমহান জীবন ব্যবস্থাকে বুঝানো হয়। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও আর্থিক জীবনে বিভিন্ন ধরণের সুন্নাহ রয়েছে যা সর্বদা পালন করা হয়। আমাদের প্রত্যেকের উচিত জীবন গেলেও একটি সুন্নতকেও ছাড়বো না। সর্বদাই সুন্নতকে আঁকড়ে ধরবো। সুন্নাহ বহির্ভুত ইবাদাত হলো ফলহীন গাছের মতো। যেমনিভাবে ফলহীন গাছ সৌন্দর্যহীন তেমনি সুন্নাহ বহির্ভূত জীবন ব্যবস্থা সৌন্দর্যহীন।

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, মুমিন জীবনে আকিদা ও এতেকাদের গুরুত্ব সর্বাধিক। আকিদা হলো ঈমান। যে সকল বিশ্বাস অন্তরে ধারণ ও লালন করি তাই আকিদা। আমাদের আকিদা কি হবে তা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইমামগণ বহু পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। যেমন- আল্লাহর একত্ববাদ, তার জাত ও সিফাতের চিরন্তনতা, রেছালাত ও তার যথাযথ মর্যাদা, আউলিয়ায়ে কেরামগণের কারামত ও এস্তেমদাদে রুহানি ইত্যাদি। আর এতেকাদ হল নিজ ছেলছেলা, মাযহাব, তরিকা ও পীর হক হওয়ার ওপর পরিপূর্ণ আস্থাবান হওয়া। আকিদা ও এতেকাদের সমন্বয় হলেই আমল ও তরিকা কাছে আসবে। তাই আমলের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হলে অবশ্যই আকিদা ও এতেকাদ সঠিক করতে হবে। তিনি সকলকে তরিকতপন্থী হয়ে জীবন যাপনের আহবান জানান।

মাহফিলের প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরিব জিকির-আজকার এবং তাসাউফের ওপর গুরুত্বপূর্ণ বয়ান ও আজ বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)। মাহফিলে ইসলামের মৌলিক বিষয়াবলির ওপর দলিলভিত্তিক আলোচনা পেশ করেন পীর সাহেব কেবলা।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগাণদের রূহের মাগফিরাত কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করেন।  শেষে মুসল্লিদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

উল্লেখ্য ছারছীনা দরবার শরীফ উপমহাদেশের শতাব্দীর ঐতিহ্যধন্য শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার শরীফ। এই দরবারের প্রতিষ্ঠাতা যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা শাহ শূফী নেছারুদ্দীন আহমদ (রঃ) তদীয় পীর মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক (রঃ) এর নিকট থেকে সর্বোচ্চ আধ্যাত্মিক ইলম অর্জন করে তারই নির্দেশে ছারছীনা কেন্দ্রিক গোটা বাংলাদেশে দ্বীন কায়েমের খেদমত শুরু করেন। তিনি ও তৎপরবর্তী দুই মহান ওলীর প্রচেষ্টায় এ দেশে লক্ষ ওলী পয়দা হয়েছে, সৃষ্টিহয়েছে লক্ষ হক্কানী আলেম, প্রতিষ্ঠিত হয়েছে হাজার হাজার মসজিদ ও মাদ্রাসা। ব্যক্তি,পরিবার, সমাজ ও জাতীয় পর্যায়ে ইসলামী বিধান প্রতিষ্ঠায় ছারছীনা দরবারের অবদান অনন্য।

উক্ত হিযবুল্লাহ সম্মেলন ঈছালে ছাওয়াব মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মুসুল্লি ও পীর ভাই ও মুহিব্বীনদের কাছে দোয়া চেয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ নির্বাচনী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ।

ঈছালে ছাওয়াব মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাশরিফ আনেন, জামিয়া নেছারিয়া ছারছীনা দরবার শরীফের মোহাদ্দেস মাওলানা মোঃ মুহিব বুল্লাহ আল মুহিব, জামিয়া নেছারিয়া দীনিয়া মাদ্রাসা ছারছীনা দরবার শরীফ এর ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ মামুনুল হক, মোদারিস মাওলানা মোঃ মনির হোসাইন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা মোঃ মিজানুর রহমান।

উক্ত ঈছালে ছাওয়াব মাহফিলের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন এন্তেজামিয়া কমিটির বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, আঃ মান্নান সরকার, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান দর্জি,দীনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মিজানুর রহমান প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলেল সভাপতি মোঃ উজ্জল ফরাজী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনুসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।