বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে জামাইয়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শাশুড়ির আত্মহত্যা

সিরাজগঞ্জে প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইয়ের নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়ম খাতুন নামের এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম খাতুনের বয়স ৪৬ বছর এবং তিনি স্থানীয় মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
পরিবারের সদস্যদের তথ্যমতে, মরিয়ম খাতুনের মেঝ মেয়ে কল্পনা খাতুন বিয়ের পর থেকেই স্বামী আজিজুলকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত মঙ্গলবার পারিবারিক বিরোধের জেরে আজিজুল সিলভারের কলস নিক্ষেপ করলে মরিয়ম খাতুনের ঠোঁট ফেটে যায়। একই সময় তিনি অশোভন আচরণও করেন। ঘটনার পর মানসিক চাপে পড়েন মরিয়ম খাতুন এবং বুধবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরিবার জানায়, রাতে মরিয়ম খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখা গেলে পরিবারের সদস্যরা তার দেহ নিচে নামান এবং পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরিয়ম খাতুনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয়

কলারোয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান

সিরাজগঞ্জে জামাইয়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শাশুড়ির আত্মহত্যা

প্রকাশের সময় : ০৭:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জে প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইয়ের নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়ম খাতুন নামের এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম খাতুনের বয়স ৪৬ বছর এবং তিনি স্থানীয় মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
পরিবারের সদস্যদের তথ্যমতে, মরিয়ম খাতুনের মেঝ মেয়ে কল্পনা খাতুন বিয়ের পর থেকেই স্বামী আজিজুলকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত মঙ্গলবার পারিবারিক বিরোধের জেরে আজিজুল সিলভারের কলস নিক্ষেপ করলে মরিয়ম খাতুনের ঠোঁট ফেটে যায়। একই সময় তিনি অশোভন আচরণও করেন। ঘটনার পর মানসিক চাপে পড়েন মরিয়ম খাতুন এবং বুধবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরিবার জানায়, রাতে মরিয়ম খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখা গেলে পরিবারের সদস্যরা তার দেহ নিচে নামান এবং পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরিয়ম খাতুনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।