
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙামাটি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর করিমিয়া কওমিয়া মাদ্রাস শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টা ,রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি’র উদ্যোগে শতাব্দী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নাইমুল ইসলাম রনি বলেন,“জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই দেশের মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। তারেক রহমান বিশ্বাস করেন—শিক্ষিত তরুণরাই জাতির ভবিষ্যৎ, তাই শিক্ষা-সহায়তা ও নৈতিকতার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব।”
তিনি আরো বলেন,“আজকের এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে আমরা তারেক রহমানের শিক্ষা–বান্ধব নীতিকে বুকে ধারণ করে শতাব্দী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধ প্রকাশ করেছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, উপজেলা বিএনপির সদস্য,মোঃ রানা,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, মোঃ সুমন খান, উপজেলা তাঁতী দলে সভাপতি,সাদেক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, মামুন খান,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, জোনায়েদ হোসেন,রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি অজগর আলী খান, যুগ্ম সম্পাদক উচ্চপ্রু মারমা, নির্বাহী সদস্য,হাবিবুল্লাহ মিসবাহ,ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
শিক্ষা উপকরণ বিতরণ শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাজস্থলী উপজেলা ছাত্রদলের এ আয়োজন এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি করেছে উৎসাহ ও আনন্দের পরিবেশ।
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙামাটি) 






































