
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় চোরাই মাছসহ একটি নৌকা ও মাছ ধরার জাল জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর রাতে দিকে উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা বাওড় থেকে এসব জব্দ করা হয়।
বাওড়ের ইজারাদার জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার ভোর রাতে চোরচক্রকের একটি দল মাছ চুরি করার সময় বাওড়ের পাহাদাররা টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা চোরাই মাছ, নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি নৌকা, জাল ও চোরাই মাছ জব্দ করে পুলিশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিনি ঝিকররগাছা থানায় মামলা করেন। একটি সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘদিন ধরে বাওড় থেকে মাছ চুরির সাথে জড়িত বলে জানান তিনি।
ঝিকররগাছা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 






































