
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।
নিহত সাইফুল ইসলাম ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের বাসিন্দা। তিনি ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন, সড়ক থেকে মরদেহ অপসারণ ও যান চলাচল নিয়ন্ত্রণে বিলম্ব হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের কয়েকটি কক্ষ ও কিছু সরঞ্জাম ভাঙচুর করে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়দের মতে, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় পশু চিকিৎসার দায়িত্ব পালন করছিলেন এবং তার আকস্মিক মৃত্যু জনমনে শোক ও ক্ষোভ সৃষ্টি করেছে। তারা ঢাকা–বগুড়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুতগতির যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানিয়েছেন।
দুর্ঘটনা ও পরবর্তী পরিস্থিতির কারণে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 





































