
যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে বেতনা নদীর পরিত্যক্ত জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, মারধর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার উদ্যোগকে কেন্দ্র করে প্রথম পক্ষ শরিফুল ইসলাম–আবু জারদের সঙ্গে দ্বিতীয় পক্ষ রফিকুল ইসলাম @ সুজা মেম্বারের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। সকালে মীমাংসার কথা থাকলেও সুমন, তোতা,শাহিনসহ দ্বিতীয় পক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে গোড়পাড়া বাজারে হামলা চালায়। এতে ইসলাম হোসেন, গোলাম মোস্তফা, খোরশেদসহ অন্তত ৫ জন আহত হন। শিমুল ফার্মেসী, মা মিষ্টান্ন ভাণ্ডারসহ কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়।
পরে হামলাকারীরা ইউনিয়ন পরিষদেও গিয়ে হুমকি দেয়। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যশোর অফিস 







































