
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় বোরো ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৫০০ জন কৃষক এ সহায়তা পান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান রনি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমানসহ উপজেলা কৃষি অফিসারবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা।
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 





































