শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে একটি মহল: আমীর খসরু

ছবি: সংগৃহীত

গণতন্ত্রবিরোধী একটি মহল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি।

খসরু বলেন, ‘একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি ও বাঁধা সৃষ্টি করতে চাচ্ছে একটি গোষ্ঠী। বাংলাদেশের জনগণ এটা মানবে না।’
 
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার মতো জোর-জবরদস্তি করবেন না। আমরা সাংঘর্ষিক রাজনীতি চাই না। সহনশীল রাজনীতির পথে চলছি। দ্বিমত পোষণ করলেও অন্যের মতকে সম্মান করতে হবে।’
 
বিএনপির এই নেতা বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা জনগণের কাছে যাবে। কিন্তু গোলটেবিল বৈঠক করে জনগণের ওপর চাপিয়ে দিবেন না, এটা অগণতান্ত্রিক।
 
গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনো অনেক কিছু সহ্য করে যাচ্ছে বলে দাবি করেন আমীর খসরু। তিনি বলেন, ‘বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি।’
 
কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাকে মনোনয়ন দেয়া হবে, তার হয়ে কাজ করতে হবে। ভালো মন্দ বিচার করা জনগণের কাজ।’
 
নির্বাচন যুদ্ধে জিততে হবে, নাহলে গণতন্ত্র হেরে যাবে উল্লেখ করে খসরু বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে একটি মহল: আমীর খসরু

প্রকাশের সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

গণতন্ত্রবিরোধী একটি মহল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি।

খসরু বলেন, ‘একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি ও বাঁধা সৃষ্টি করতে চাচ্ছে একটি গোষ্ঠী। বাংলাদেশের জনগণ এটা মানবে না।’
 
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার মতো জোর-জবরদস্তি করবেন না। আমরা সাংঘর্ষিক রাজনীতি চাই না। সহনশীল রাজনীতির পথে চলছি। দ্বিমত পোষণ করলেও অন্যের মতকে সম্মান করতে হবে।’
 
বিএনপির এই নেতা বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা জনগণের কাছে যাবে। কিন্তু গোলটেবিল বৈঠক করে জনগণের ওপর চাপিয়ে দিবেন না, এটা অগণতান্ত্রিক।
 
গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনো অনেক কিছু সহ্য করে যাচ্ছে বলে দাবি করেন আমীর খসরু। তিনি বলেন, ‘বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি।’
 
কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাকে মনোনয়ন দেয়া হবে, তার হয়ে কাজ করতে হবে। ভালো মন্দ বিচার করা জনগণের কাজ।’
 
নির্বাচন যুদ্ধে জিততে হবে, নাহলে গণতন্ত্র হেরে যাবে উল্লেখ করে খসরু বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।