
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে শুক্রবার দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চক্র দুটি স্থানে চুরি সংঘটিত করে বীজধানসহ মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়। শনিবার সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে চুরির ঘটনা টের পেয়ে পুলিশকে খবর দেন। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
জানা যায়, নওগাঁ বাজারের মিল্টনের বীজধানের গোডাউনের তালা ভেঙে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির ৫০ কেজি ওজনের মোট ১২০ বস্তা বীজধান চুরি হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
এ ছাড়া একই রাতে বাজারের পূর্ব পাশে মো. আনিসুর রহমানের বাড়ির গেটের তালা ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে চেতনানাশক প্রয়োগ করে বাসার সদস্যদের অচেতন করে ফেলে। পরে ঘরের আলমারি খুলে প্রায় ৮ লাখ টাকা, ১০ ভরি রৌপ্য এবং ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। সকালে প্রতিবেশীরা বাসার লোকজনের অচেতন অবস্থায় বিষয়টি বুঝতে পেরে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
স্থানীয়দের তথ্যমতে, এ এলাকায় পূর্বেও একই কায়দায় চেতনানাশক প্রয়োগ করে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো চক্রকে গ্রেপ্তার করা যায়নি, ফলে এলাকায় উদ্বেগ বিরাজ করছে।
তাড়াশ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি সংঘবদ্ধ চুরি হিসেবে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান চলছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি: 







































