সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শুটিং সেটে শ্রদ্ধা কাপুর আহত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৫

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার শুটিংয়ের সময় পায়ে চোট পান এই নায়িকা। তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে স্বস্তির খবর হলো, আঘাত গুরুতর হলেও বড় কোনো বিপদ ঘটেনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে ‘ঈথা’ নামক একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি মূলত প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনী বা বায়োপিক।

চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তবে ধকল কাটাতে ও পায়ের ব্যথা কমাতে তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

সিনেমার একটি বিশেষ দৃশ্যে মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নাচের শুট করছিলেন শ্রদ্ধা। ঠিক তখনই ঘটে এই বিপত্তি। লাভনি নাচের জন্য শ্রদ্ধার পরনে ছিল অত্যন্ত জাঁকালো সাজপোশাক। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে তার শরীরে ছিল প্রায় ১৫ কেজি বাড়তি ওজন। কোমরে বাঁধা ছিল ভারী একটি কোমরবন্ধনী। নাচের তাল ছিল বেশ দ্রুতলয়ের। দ্রুতগতিতে নাচার সময় হঠাৎ সেই ভারী কোমরবন্ধনীটি খুলে সজোরে তার পায়ের ওপর পড়ে যায়। এতেই পায়ে প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী।

জনপ্রিয়

চৌগাছার ইজিবাইক–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ৭

শুটিং সেটে শ্রদ্ধা কাপুর আহত

প্রকাশের সময় : ০৭:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার শুটিংয়ের সময় পায়ে চোট পান এই নায়িকা। তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে স্বস্তির খবর হলো, আঘাত গুরুতর হলেও বড় কোনো বিপদ ঘটেনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে ‘ঈথা’ নামক একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি মূলত প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনী বা বায়োপিক।

চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তবে ধকল কাটাতে ও পায়ের ব্যথা কমাতে তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

সিনেমার একটি বিশেষ দৃশ্যে মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নাচের শুট করছিলেন শ্রদ্ধা। ঠিক তখনই ঘটে এই বিপত্তি। লাভনি নাচের জন্য শ্রদ্ধার পরনে ছিল অত্যন্ত জাঁকালো সাজপোশাক। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে তার শরীরে ছিল প্রায় ১৫ কেজি বাড়তি ওজন। কোমরে বাঁধা ছিল ভারী একটি কোমরবন্ধনী। নাচের তাল ছিল বেশ দ্রুতলয়ের। দ্রুতগতিতে নাচার সময় হঠাৎ সেই ভারী কোমরবন্ধনীটি খুলে সজোরে তার পায়ের ওপর পড়ে যায়। এতেই পায়ে প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী।