
নির্বাচনে পরাজিত হওয়ার পরও ক্ষমতা ধরে রাখার অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। শনিবার (২২ নভেম্বর) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ফেডারেল পুলিশ। তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছিল।
সিএনএন-এর খবর অনুযায়ী, ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে বলসোনারোকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। কারাদণ্ড কার্যকর শুরু হওয়ার কয়েক দিন আগে তাকে প্রতিরোধমূলক গ্রেপ্তার করা হয়।
২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজিত হওয়ার পরও ক্ষমতা ধরে রাখার চেষ্টার অভিযোগে জাইর বলসোনারোকে চলতি বছরের শুরুতে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
জানা যায়, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো সাবেক প্রেসিডেন্টের আবাসিক ভবনের সামনে একটি সমাবেশের আয়োজন করেছিলেন। এই সমাবেশের পরপরই বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয় এবং ফেডারেল পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আন্তর্জাতিক ডেস্ক 







































