
যশোর অফিস
যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি ক্লিনিকের সামনে থেকে চুরি হওয়া একটি ইজিবাইক নড়াইল থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন মাগুরার সৌরভ হোসেন (২৪), নড়াইলের শাহিন মোল্লা (২৫) এবং কক্সবাজারের মারুফ হোসেন।
পুলিশ জানায়, নড়াইলের ইজিবাইক চালক শফিকুল শেখ শনিবার যাত্রী নিয়ে যশোরে এসে ক্লিনিকের সামনে গাড়িটি রেখে ভেতরে যান। পরে ফিরে এসে ইজিবাইকটি না পেয়ে থানায় অভিযোগ করেন। সন্ধ্যায় নড়াইল বাসস্ট্যান্ডের কাছে নিজের ইজিবাইক দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। স্থানীয়রা তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যশোর অফিস 




































