মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
দীর্ঘদিন ধরে গ্যাস না পাওয়ায়

জিনজিরা তিতাস গ্যাস কর্তৃপক্ষ বরাবর এলাকাবাসীর স্মারকলিপি

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।।
কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ দরগাবাড়ি এলাকাসহ এই ইউনিয়নের চারটি ওয়ার্ডে প্রায় ১০৩ টি বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস না পাওয়ায় এলাকাবাসী স্থানীয় জিনজিরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাবর লিখিত স্মারকলিপি দিয়েছে।
এলাকাবাসী দীর্ঘদিন যাবত নিয়মিত গ্যাস না পেলেও গ্যাসের বিল দিয়ে আসছে। তারা অভিযোগ করেছেন,বাসা বাড়িগুলোতে গ্যাস সরবরাহ না থাকায় বাড়ির ভাড়াটিয়ারাও চলে যাচ্ছে। গ্যাস সরবরাহন নিয়মিত না থাকায় রান্নার কাজ সহ সংসারের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এই এলাকায়। অনেকেরই বাহির থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এতে করে ক্ষতির মুখে পড়েছে এই গ্রামের বাসিন্দারা। গ্যাসের সমস্যা সমাধানের লক্ষ্যে
দুপুরে জিনজিরা গ্যাস অফিসে এলাকাবাসী প্রতিবাদ মিছিল বিক্ষোভ করেছেন ।
তারা অবিলম্বে এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। অন্যথায় গ্রামবাসী গ্যাসের বিল পরিশোধ করবে না বলে হুশিয়ারি দিয়েছেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের অভিযোগ গ্রহণ করেছেন। এবং যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। এলাকাবাসী লিখিত অভিযোগে বলা হয় যে, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের তিনটি ওয়ার্ড প্রায় ১০০ তিনটি বাড়িতে বৈধ সংযোগ লাইন রয়েছে।
এই সংযোগ লাইনের বাসিন্দারা নিয়মিত তিতাস গ্যাসের বিল পরিশোধ করে আসছেন। কিন্তু পুরাতন ও যারা জন্য গ্যাস লাইন বিতরণের মাধ্যমে এই এলাকায় প্রতিদিন মাত্র ৩-৪ ঘন্টা গ্যাস সরবরাহ ছিল সাত-আট মাস আগে।
বর্তমানে প্রায় এক বছর যাবত এলাকাবাসী পাইপ লাইন থেকে গ্যাস সরবরাহ না পাওয়ায় বিপাকে পড়েছে। রান্না সহ সংসারে যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে বাড়ির মালিকেরা । এলাকার বাড়ির মালিক মোহাম্মদ ওয়ালীদ হোসেন জানিয়েছেন, গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হওয়ার পথে, এই এলাকায় সাধারণ ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে গ্যাস না থাকার কারণে। এতে করে নিম্ন আয়ের বাড়ির মালিকেরা বলেছে চরম ক্ষতির মুখে। অনেকেই বাড়ির ভাড়া দিয়েই তাদের সংসার চলতো কিন্তু বাড়িতে গ্যাস সরবরাহ না থাকায় তাদের সেই হায়ার রাস্তাটুকু বন্ধ হয়ে গেছে। বারবার গ্যাস অফিসে মৌখিকভাবে এবং লিখিতভাবে বলার পরও কোন সুরাহা না হয় তারা পড়েছেন মহাসংকটে।
তিনি আরো বলেন, এই এলাকায় বেশ সরবরাহ স্বাভাবিক না করলে সাধারণ মানুষের বাড়ি ঘরে বসবাস করতে অসুবিধা হবে। অনেকেই বাহিরে থেকে খাবার কিনে কোন রকম জীবন যাপন করছে। এ ব্যাপারে তিতাস গ্যাস কন্ট্রাক্টার ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউটর সমিতির কেরানীগঞ্জের সভাপতি মোহাম্মদ রফিক এর সাথে কথা বললে তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কথা লিখিতভাবে অফিসে দিয়েছে এলাকাবাসী।
কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই বিষয়ে কতটুকু সমাধান করা যায় তার চেষ্টা করবে। সাধারণ গ্রামবাসী অবিলম্বে তাদের গ্যাস সরবরাহ লাইন গুলোতে নিয়মিত গ্যাস বিতরণের আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। অন্যথায় তারা গ্যাসের বিল পরিশোধ করবে না বলে জানিয়েছেন।
এই এলাকার বাড়ির মালিকরা বলছেন, যেহেতু তারা গ্যাস পাচ্ছেন না তাহলে বিল দিবেন কেন?
সরকার সেবা দিলে সেই সেবার টাকা পরিশোধ করা হবে। যদি তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ না করে তাহলে গ্যাসের অর্থ তারা কোথা থেকে দেবে?
জনপ্রিয়

যশোর বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

দীর্ঘদিন ধরে গ্যাস না পাওয়ায়

জিনজিরা তিতাস গ্যাস কর্তৃপক্ষ বরাবর এলাকাবাসীর স্মারকলিপি

প্রকাশের সময় : ০৫:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।।
কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ দরগাবাড়ি এলাকাসহ এই ইউনিয়নের চারটি ওয়ার্ডে প্রায় ১০৩ টি বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস না পাওয়ায় এলাকাবাসী স্থানীয় জিনজিরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাবর লিখিত স্মারকলিপি দিয়েছে।
এলাকাবাসী দীর্ঘদিন যাবত নিয়মিত গ্যাস না পেলেও গ্যাসের বিল দিয়ে আসছে। তারা অভিযোগ করেছেন,বাসা বাড়িগুলোতে গ্যাস সরবরাহ না থাকায় বাড়ির ভাড়াটিয়ারাও চলে যাচ্ছে। গ্যাস সরবরাহন নিয়মিত না থাকায় রান্নার কাজ সহ সংসারের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এই এলাকায়। অনেকেরই বাহির থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এতে করে ক্ষতির মুখে পড়েছে এই গ্রামের বাসিন্দারা। গ্যাসের সমস্যা সমাধানের লক্ষ্যে
দুপুরে জিনজিরা গ্যাস অফিসে এলাকাবাসী প্রতিবাদ মিছিল বিক্ষোভ করেছেন ।
তারা অবিলম্বে এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। অন্যথায় গ্রামবাসী গ্যাসের বিল পরিশোধ করবে না বলে হুশিয়ারি দিয়েছেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের অভিযোগ গ্রহণ করেছেন। এবং যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। এলাকাবাসী লিখিত অভিযোগে বলা হয় যে, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের তিনটি ওয়ার্ড প্রায় ১০০ তিনটি বাড়িতে বৈধ সংযোগ লাইন রয়েছে।
এই সংযোগ লাইনের বাসিন্দারা নিয়মিত তিতাস গ্যাসের বিল পরিশোধ করে আসছেন। কিন্তু পুরাতন ও যারা জন্য গ্যাস লাইন বিতরণের মাধ্যমে এই এলাকায় প্রতিদিন মাত্র ৩-৪ ঘন্টা গ্যাস সরবরাহ ছিল সাত-আট মাস আগে।
বর্তমানে প্রায় এক বছর যাবত এলাকাবাসী পাইপ লাইন থেকে গ্যাস সরবরাহ না পাওয়ায় বিপাকে পড়েছে। রান্না সহ সংসারে যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে বাড়ির মালিকেরা । এলাকার বাড়ির মালিক মোহাম্মদ ওয়ালীদ হোসেন জানিয়েছেন, গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হওয়ার পথে, এই এলাকায় সাধারণ ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে গ্যাস না থাকার কারণে। এতে করে নিম্ন আয়ের বাড়ির মালিকেরা বলেছে চরম ক্ষতির মুখে। অনেকেই বাড়ির ভাড়া দিয়েই তাদের সংসার চলতো কিন্তু বাড়িতে গ্যাস সরবরাহ না থাকায় তাদের সেই হায়ার রাস্তাটুকু বন্ধ হয়ে গেছে। বারবার গ্যাস অফিসে মৌখিকভাবে এবং লিখিতভাবে বলার পরও কোন সুরাহা না হয় তারা পড়েছেন মহাসংকটে।
তিনি আরো বলেন, এই এলাকায় বেশ সরবরাহ স্বাভাবিক না করলে সাধারণ মানুষের বাড়ি ঘরে বসবাস করতে অসুবিধা হবে। অনেকেই বাহিরে থেকে খাবার কিনে কোন রকম জীবন যাপন করছে। এ ব্যাপারে তিতাস গ্যাস কন্ট্রাক্টার ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউটর সমিতির কেরানীগঞ্জের সভাপতি মোহাম্মদ রফিক এর সাথে কথা বললে তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কথা লিখিতভাবে অফিসে দিয়েছে এলাকাবাসী।
কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই বিষয়ে কতটুকু সমাধান করা যায় তার চেষ্টা করবে। সাধারণ গ্রামবাসী অবিলম্বে তাদের গ্যাস সরবরাহ লাইন গুলোতে নিয়মিত গ্যাস বিতরণের আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। অন্যথায় তারা গ্যাসের বিল পরিশোধ করবে না বলে জানিয়েছেন।
এই এলাকার বাড়ির মালিকরা বলছেন, যেহেতু তারা গ্যাস পাচ্ছেন না তাহলে বিল দিবেন কেন?
সরকার সেবা দিলে সেই সেবার টাকা পরিশোধ করা হবে। যদি তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ না করে তাহলে গ্যাসের অর্থ তারা কোথা থেকে দেবে?