সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইল ১৪ ডি. বুদ্ধিজীবী ও ১৬ ডি.মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Oplus_131072

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের- নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টায়  উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায়  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, শামীমা সুলতানা  উপজেলা স্বাস্থ্য ও পরিবাব পরিকল্পনা কর্মকর্তা।
নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মেজর মুর্শেদ আলী।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ।
রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মিজানুর রহমান লিটন , যুগ্ম আহবায়ক: উপজেলা বি.এন.পি, নজরুল ইসলাম ফকির যুগ্ম আহবায়ক: নান্দাইল পৌর বিএনপি, মনিরুজ্জামান মনির সদস্য সচিব নান্দাইল পৌর বিএনপি।
সভায় সর্বসম্মতিক্রমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন- উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রভাতফেরি, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপ- কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জাতীয় দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”
জনপ্রিয়

যশোরে স্বর্ণের বারসহ আটক ১

নান্দাইল ১৪ ডি. বুদ্ধিজীবী ও ১৬ ডি.মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের সময় : ০৫:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের- নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টায়  উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায়  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, শামীমা সুলতানা  উপজেলা স্বাস্থ্য ও পরিবাব পরিকল্পনা কর্মকর্তা।
নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মেজর মুর্শেদ আলী।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ।
রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মিজানুর রহমান লিটন , যুগ্ম আহবায়ক: উপজেলা বি.এন.পি, নজরুল ইসলাম ফকির যুগ্ম আহবায়ক: নান্দাইল পৌর বিএনপি, মনিরুজ্জামান মনির সদস্য সচিব নান্দাইল পৌর বিএনপি।
সভায় সর্বসম্মতিক্রমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন- উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রভাতফেরি, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপ- কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জাতীয় দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”