বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নির্বাচন প্রস্তুতি: সাংবাদিকদের সহযোগিতায় গুরুত্ব দিলেন নবাগত ডিসি

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জেলায় কর্মরত সাংবাদিকদের সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে জানান, একটি জেলার উন্নয়ন কতটা এগোচ্ছে তা মূল্যায়নে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। প্রশাসনের নজরে না আসা বহু বিষয় সাংবাদিকদের মাধ্যমে প্রকাশিত হয়, যা সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা তুলে ধরেন। সভার শুরুতেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জে কীভাবে আরও সুশৃঙ্খলভাবে আয়োজন করা যেতে পারে, সে বিষয়ে সাংবাদিকদের মতামত জানতে চান। পাশাপাশি নির্বাচনকালীন তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় জানানো হয়, জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে কামারখন্দ উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা এবং মোবাইল নেটওয়ার্ক–সংক্রান্ত দুর্বলতা চিহ্নিত হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানোর পরিকল্পনা সভায় উপস্থাপন করা হয়। এছাড়া বাঘাবাড়ি নৌবন্দরকে সচল করার উদ্যোগ, শহরের যানজট নিরসনে সিএনজি স্ট্যান্ড নির্দিষ্ট স্থানে স্থানান্তর এবং ফুটপাত ও সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রস্তুতির বিষয়ও আলোচনায় উঠে আসে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

মোদির চা বিক্রির এআই ভিডিও নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

সিরাজগঞ্জে নির্বাচন প্রস্তুতি: সাংবাদিকদের সহযোগিতায় গুরুত্ব দিলেন নবাগত ডিসি

প্রকাশের সময় : ০৮:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জেলায় কর্মরত সাংবাদিকদের সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে জানান, একটি জেলার উন্নয়ন কতটা এগোচ্ছে তা মূল্যায়নে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। প্রশাসনের নজরে না আসা বহু বিষয় সাংবাদিকদের মাধ্যমে প্রকাশিত হয়, যা সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা তুলে ধরেন। সভার শুরুতেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জে কীভাবে আরও সুশৃঙ্খলভাবে আয়োজন করা যেতে পারে, সে বিষয়ে সাংবাদিকদের মতামত জানতে চান। পাশাপাশি নির্বাচনকালীন তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় জানানো হয়, জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে কামারখন্দ উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা এবং মোবাইল নেটওয়ার্ক–সংক্রান্ত দুর্বলতা চিহ্নিত হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানোর পরিকল্পনা সভায় উপস্থাপন করা হয়। এছাড়া বাঘাবাড়ি নৌবন্দরকে সচল করার উদ্যোগ, শহরের যানজট নিরসনে সিএনজি স্ট্যান্ড নির্দিষ্ট স্থানে স্থানান্তর এবং ফুটপাত ও সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রস্তুতির বিষয়ও আলোচনায় উঠে আসে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।