
যশোর প্রতিনিধি
যশোর শহরের গরিবশাহ দরগাহ এলাকায় হামলায় আহত শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকেল পাঁচটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ নভেম্বর) রাত সাতটার দিকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা শাহিনের ওপর হামলা চালায়। এসময় তাঁকে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়া হয়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে হাসপাতালে ভর্তি করেন।
মারা যাওয়া শাহিন যশোর শহরের পুরাতন কসবা এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে।
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা.সোয়াইলা আওয়াল সারা বলেন, আহত অবস্থায় তাঁকে মানসিক রোগী (পাগল) হিসেবে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, বিষয়টি শুনেছি তবে পূর্ণাঙ্গভাবে এখনো কিছু তথ্য পাওয়া যায়নি।
যশোর প্রতিনিধি 






























