
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়েছে। খুঁটিটি যে কোনো সময় ভেঙে পথচারী ও ব্যবসায়ীদের ওপর বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা।
এলাকাবাসী বলেন, খুঁটিটি কয়েকদিন ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাজারের ভেতরে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করেন, ফলে ঝুঁকি আরও বেড়েছে।
তাফালবাড়ীর এক ব্যবসায়ী জানান, “একটু ঝড়–বৃষ্টি হলেই খুঁটিটা পড়ে গিয়ে বড় ক্ষতি হতে পারে।”
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নজরে আনা হয়েছে এবং শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 






























