মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় আমগাছে অস্বাভাবিক আলোর ঝলকসহ রহস্যময় প্রাণীর দেখা

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামে রাতের অন্ধকারে আমগাছে অস্বাভাবিক আলোর ঝলক দেখা যাওয়ার পাশাপাশি রহস্যময় একটি প্রাণীর উপস্থিতির দাবি করেছেন স্থানীয় বাসিন্দা মাসুদ কবির। রোববার রাত ১১টার দিকে তালুকদারবাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ির আমগাছে ঘটনাটি ঘটে বলে তিনি জানান।
ঘটনার সময় মাসুদ কবির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আমগাছের মগডালের দিকে অস্বাভাবিক আলোর প্রতিফলন চোখে পড়লে তিনি বিষয়টি পর্যবেক্ষণ করেন। তার দাবি, আলো দেখতে পাওয়ার পর গাছের উপরে অজ্ঞাতসত্ত্বা একটি প্রাণীকে দেখা যায়। তিনি মোবাইল ফোনে পরপর তিনটি ছবি ধারণ করে রাখেন। পরে কাছে এগিয়ে গেলে প্রাণীটি অদৃশ্য হয়ে যায় বলে তিনি জানান।
পরদিন সোমবার রাত ৯টার দিকে তিনি ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই এগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার সময় নিকটস্থ স্থানে উপস্থিত আরেকজন স্থানীয় বাসিন্দা আলোর উৎস দেখেছেন বলে জানান, তবে তিনি প্রাণীটিকে দেখতে পাননি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হলেও বিষয়টির সত্যতা ও প্রকৃতি নিয়ে বিভিন্ন মত উঠে এসেছে। কেউ ঘটনাটিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন, আবার কেউ আলো-ছায়ার প্রতিফলন বা প্রযুক্তিগত বিভ্রান্তির সম্ভাবনার কথা বলছেন।
অজ্ঞাতসত্ত্বা প্রাণী দেখার এই দাবির সূত্র ধরে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে। তবে ঘটনাটি সম্পর্কে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি
জনপ্রিয়

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় আমগাছে অস্বাভাবিক আলোর ঝলকসহ রহস্যময় প্রাণীর দেখা

প্রকাশের সময় : ১১:৫১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামে রাতের অন্ধকারে আমগাছে অস্বাভাবিক আলোর ঝলক দেখা যাওয়ার পাশাপাশি রহস্যময় একটি প্রাণীর উপস্থিতির দাবি করেছেন স্থানীয় বাসিন্দা মাসুদ কবির। রোববার রাত ১১টার দিকে তালুকদারবাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ির আমগাছে ঘটনাটি ঘটে বলে তিনি জানান।
ঘটনার সময় মাসুদ কবির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আমগাছের মগডালের দিকে অস্বাভাবিক আলোর প্রতিফলন চোখে পড়লে তিনি বিষয়টি পর্যবেক্ষণ করেন। তার দাবি, আলো দেখতে পাওয়ার পর গাছের উপরে অজ্ঞাতসত্ত্বা একটি প্রাণীকে দেখা যায়। তিনি মোবাইল ফোনে পরপর তিনটি ছবি ধারণ করে রাখেন। পরে কাছে এগিয়ে গেলে প্রাণীটি অদৃশ্য হয়ে যায় বলে তিনি জানান।
পরদিন সোমবার রাত ৯টার দিকে তিনি ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই এগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার সময় নিকটস্থ স্থানে উপস্থিত আরেকজন স্থানীয় বাসিন্দা আলোর উৎস দেখেছেন বলে জানান, তবে তিনি প্রাণীটিকে দেখতে পাননি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হলেও বিষয়টির সত্যতা ও প্রকৃতি নিয়ে বিভিন্ন মত উঠে এসেছে। কেউ ঘটনাটিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন, আবার কেউ আলো-ছায়ার প্রতিফলন বা প্রযুক্তিগত বিভ্রান্তির সম্ভাবনার কথা বলছেন।
অজ্ঞাতসত্ত্বা প্রাণী দেখার এই দাবির সূত্র ধরে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে। তবে ঘটনাটি সম্পর্কে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি