
যশোর প্রতিনিধি
যশোরে সোহাগ পরিবহনে তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার ভোরে অবৈধ এসব মদ বহনের অভিযোগে আসিফ হাসান নামে এক যুবককে আটক করা হয়।
আটক আসিফ হাসান যশোরের ঘোপ জেল রোড এলাকার জিয়া শেখের ছেলে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনে করে মাদকের একটি চালান যশোরে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভোরে মাদক অধিদপ্তরের একটি টিম যশোর–মাগুরা মহাসড়কের ইছালী রাজাপুর এলাকার একটি মাদ্রাসার সামনে অবস্থান নেন। এসময় ওই পরিবহনটি থামিয়ে ওই যুবকের পায়ের নিচে থাকা তিনটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদ পাওয়া যায়। জব্দ করা মদের মূল্য আড়াই লাখ টাকা।
এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
যশোর প্রতিনিধি 





































