সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৩

যশোর অফিস 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে যশোরে মানববন্ধন, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্র ও নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’-এর যৌথ উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডি যশোর কেন্দ্রের সভাপতি বীথিকা সরকার।

মানববন্ধন শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে চিত্রা মোড় হয়ে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে  সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন রোধে জনসচেতনতা বাড়াতে হবে, সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নারী–পুরুষের সমান অধিকারের দাবিকে আরও শক্তিশালী করতে হবে। আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। সকলে অংশ নিলে পরিবর্তন সম্ভব।” তিনি আশা করেন, এ ধরনের কর্মসূচি যশোর অঞ্চলে নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ে ইতিবাচক জনমত সৃষ্টি করবে।

কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

জনপ্রিয়

শার্শার বাগআঁচড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মাহফিল 

যশোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

যশোর অফিস 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে যশোরে মানববন্ধন, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্র ও নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’-এর যৌথ উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডি যশোর কেন্দ্রের সভাপতি বীথিকা সরকার।

মানববন্ধন শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে চিত্রা মোড় হয়ে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে  সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন রোধে জনসচেতনতা বাড়াতে হবে, সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নারী–পুরুষের সমান অধিকারের দাবিকে আরও শক্তিশালী করতে হবে। আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। সকলে অংশ নিলে পরিবর্তন সম্ভব।” তিনি আশা করেন, এ ধরনের কর্মসূচি যশোর অঞ্চলে নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ে ইতিবাচক জনমত সৃষ্টি করবে।

কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানিয়েছেন।