রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

Oplus_131072

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের- নান্দাইল উপজেলায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “উন্নত জাত- সমৃদ্ধ খামার, নিরাপদ প্রাণিজ খাদ্য আমাদের অঙ্গীকার”।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ২৬ নভেম্বর বুধবার  সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি)‌‌ রেবেকা সুলতানা ডলি।

সভাপতিত্ব করেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. আবু সাদাত মো. সায়েম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত উনার বক্তব্যে বলেন- দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসা সেবা এবং খামারিদের প্রশিক্ষণ বাড়াতে পারলে- নান্দাইলে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। তারা প্রাণিসম্পদ দপ্তর ও খামারি-উভয়ের সমন্বিত প্রচেষ্টায় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্য রাখেন-আনোয়ার হোসেন,  একাডেমিক সুপারভাইজার।

মো. রফিকুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার, মো. গোলাম কিবরিয়া উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা, শাহনাজ নাজনীন, সিনিয়র মৎস কর্মকর্তা,

বক্তারা বলেন- নান্দাইলে দুধ, ডিম ও মাংস উৎপাদনে বড় সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু প্রজনন, রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের প্রশিক্ষণলাভ এই খাতকে আরও এগিয়ে নেবে।

এ কর্মসূচির অংশ হিসেবে- দিনব্যাপী ফ্রি পশু চিকিৎসা ক্যাম্প, টিকাদান, কৃত্রিম প্রজনন সেবা, খামারিদের পরামর্শ প্রদান, এবং পশুপাখির প্রদর্শনী আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের খামারি ও পশুপালকরা এসব সেবা গ্রহণ করেন।

বক্তারা আরও বলেন- প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি সহায়তার পাশাপাশি খামারিদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সবার সম্মিলিত প্রচেষ্টার উপরই দেশের পুষ্টি নিরাপত্তা নির্ভর করে।

প্রদর্শনীতে ২৩ টি স্টল অংশ নেয়। খামারীরা তাদের খামারের পশু প্রদশর্নীতে নিয়ে আসেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

“পুনাক”কতৃক শ্রীমঙ্গলে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ 

নান্দাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

প্রকাশের সময় : ০৮:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের- নান্দাইল উপজেলায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “উন্নত জাত- সমৃদ্ধ খামার, নিরাপদ প্রাণিজ খাদ্য আমাদের অঙ্গীকার”।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ২৬ নভেম্বর বুধবার  সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি)‌‌ রেবেকা সুলতানা ডলি।

সভাপতিত্ব করেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. আবু সাদাত মো. সায়েম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত উনার বক্তব্যে বলেন- দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসা সেবা এবং খামারিদের প্রশিক্ষণ বাড়াতে পারলে- নান্দাইলে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। তারা প্রাণিসম্পদ দপ্তর ও খামারি-উভয়ের সমন্বিত প্রচেষ্টায় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্য রাখেন-আনোয়ার হোসেন,  একাডেমিক সুপারভাইজার।

মো. রফিকুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার, মো. গোলাম কিবরিয়া উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা, শাহনাজ নাজনীন, সিনিয়র মৎস কর্মকর্তা,

বক্তারা বলেন- নান্দাইলে দুধ, ডিম ও মাংস উৎপাদনে বড় সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু প্রজনন, রোগ নিয়ন্ত্রণ এবং খামারিদের প্রশিক্ষণলাভ এই খাতকে আরও এগিয়ে নেবে।

এ কর্মসূচির অংশ হিসেবে- দিনব্যাপী ফ্রি পশু চিকিৎসা ক্যাম্প, টিকাদান, কৃত্রিম প্রজনন সেবা, খামারিদের পরামর্শ প্রদান, এবং পশুপাখির প্রদর্শনী আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের খামারি ও পশুপালকরা এসব সেবা গ্রহণ করেন।

বক্তারা আরও বলেন- প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি সহায়তার পাশাপাশি খামারিদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সবার সম্মিলিত প্রচেষ্টার উপরই দেশের পুষ্টি নিরাপত্তা নির্ভর করে।

প্রদর্শনীতে ২৩ টি স্টল অংশ নেয়। খামারীরা তাদের খামারের পশু প্রদশর্নীতে নিয়ে আসেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।