
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পাওনা টাকা ফেরত দিতে না পারায় শুভ মোল্লা নামে এক তাঁত শ্রমিককে পিটিয়ে হত্যা । মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লার ছেলে। এর আগে সকালে তাকে মারধর করা হয়।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, কোনাবাড়ি গ্রামের শুভর কাছে এক হাজার টাকা পেতেন। মঙ্গলবার সকালে তামাই গ্রামের একটি তাঁত ফ্যাক্টরিতে কাজ করার সময় শুভকে ডেকে নিয়ে যান শাহীন ও তার সহযোগী হাসান। পরে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা সরে যায়।
গুরুতর অবস্থায় শুভকে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। ঘটনাটি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































