
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুমেলা বিদ্যানিকেতন এর উদ্যোগে ইসলামী আলোচনা সভা ও শিক্ষার্থীদের কোরআন হাতে দেওয়া এবং সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজাপুর ইউনিয়নের মাইঝাইল রান্ধুনীবাড়ী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুমেলা বিদ্যানিকেতন এর সভাপতি আরিফুল ইসলাম বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও শিল্পপতি মো: শরিফুল ইসলাম, মো: আখিদুল ইসলাম আখি, মুফতি মো: সেলিম রেজা এবং মাওলা দাউদ ইব্রাহীম মুন্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশুমেলা বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম খসরু, সহ-প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেনসহ শিক্ষকবৃন্দ। এতে ৯ শিক্ষার্থীর হাতে কোরআন তুলে দেওয়া হয় এবং সবক প্রদান সম্পন্ন করা হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































