
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্রের জন্য বরাদ্দ ভিজিডি চাল কেনাবেচার সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় কয়েকজনের হাতে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। ঘটনাস্থলেই তার ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। লাঞ্ছিত সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির দীপ্ত টেলিভিশন, খবরের কাগজ ও দ্য এশিয়ান এইজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
ঘটনার সময় দোবিলা গ্রামের বাসিন্দা সাহেদ আলী ও তার দুই ছেলে আরিফুল ইসলাম এবং আশিকসহ কয়েকজন ইউনিয়ন পরিষদের সামনে উপকারভোগীদের কাছ থেকে কম দামে ভিজিডি চাল কিনছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ওই মুহূর্তে সাংবাদিক শিশির পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গেলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে দেশীয় অস্ত্র নিয়ে তাকে ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত সাংবাদিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে তাকে একটি স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের বারান্দায় কয়েকজন দেশীয় অস্ত্র হাতে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন।
সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির অভিযোগ করেছেন, হামলাকারীরা তার ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এ বিষয়ে তিনি তাড়াশ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে জানান, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ দুঃখজনক।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাব, তাড়াশ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা জানিয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 




























