
যশোর অফিস
যশোরে ট্রেনে কেটে করুনারানী সূত্রধর (৬০) নামে এক নারী নিহত হয়েছে। যশোরের শিঙ্গিয়া চেঙ্গুটিযা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী প্রেমবাগ নামক স্থানে বৃহস্পতিবার সকাল১০টার সময় ঢাকাগামী চিত্রা ট্রেনে এদুর্ঘটনা ঘটে।
নিহত করুনারানী সূত্রধর ঢাকা জেলার ধামরাই থানা এলাকার কান্টাহাটি গ্রামের দীনেশ চন্দ্রের মেয়ে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মৃধা জানান,প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তির ছেলে মেয়ে জামাই নিটল টাটা কোম্পানিতে চাকরি করেন। ছেলের বাসায় বেড়াতে আসেন ,দীর্ঘদিন যাবত মানসিকভাবে মাথার সমস্যা ও কানের শ্রবণ শক্তি কম থাকায় অসতর্কতার কারণে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।
যশোর অফিস 







































