
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌর যুবদলের সভাপতি মোঃ উজ্জল ফরাজীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজ সেবক সাবেক মেম্ববার মোঃ সিরাজুল ইসলাম ফরাজী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় তার নিজ গ্রামের বাড়ি ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড বালুচরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৪ পুত্র ১ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ এশা তার নিজ গ্রামের বাড়ি ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড বালুচর ফরাজী বাড়ি খেলার মাঠে মরহুমের জানাযা’র নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা’র নামাজ পড়ান জানাযা’র নামাজ পড়ান মরহুমের ছোট ছেলে ইমতিয়াজ আহম্মেদ বুলবুল। এদিকে ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌর যুবদলের সভাপতি মোঃ উজ্জল ফরাজী তার প্রয়াত বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে আবেগ আপ্লুত বক্তব্য রাখেন।
মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক পীর আঃ মান্নান সাগরের সঞ্চালনায় মরহুমের জানাজা নামাজের পূর্বে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন ও মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, মর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল মোবিন,ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন,উপজেলা জামায়াতে ইসলামীর আমির দেওয়ান আবুল বাশার,হযরত মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাজাকাত হারুন মানিক,মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হকসহ মরহুমের নিকট আত্মীয় স্বজন,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সুধিসমাজ, ব্যবসায়ী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানরা জানাজা নামাজে অংশ গ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌর যুবদলের সভাপতি মোঃ উজ্জল ফরাজীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজসেবক সাবেক মেম্ববার মোঃ সিরাজুল ইসলাম ফরাজীর ইন্তেকালের সংবাদ পাওয়ার পর বিকেলে মরহুমের বাড়িতে ছুটে যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ নির্বাচনী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এদিকে ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌর যুবদলের সভাপতি মোঃ উজ্জল ফরাজীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজসেবক সাবেক মেম্ববার মোঃ সিরাজুল ইসলাম ফরাজীর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ নির্বাচনী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। এক শোকবার্তায় আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “মোঃ সিরাজুল ইসলাম ফরাজীর মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী ও বিশিষ্ট সমাজ সেবক হিসেবে মরহুম সিরাজ ফরাজীকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌর যুবদলের সভাপতি মোঃ উজ্জল ফরাজীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজসেবক সাবেক মেম্ববার মোঃ সিরাজুল ইসলাম ফরাজীর ইন্তেকালে পৌর বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 



















